তৌহিদুলের হত্যকারীদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে: ছাত্রদল


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ বিরোধী দলীয় অসংখ্য নেতা–কর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতনের পরও বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা–কর্মীদের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার বিএনপির নেতা–কর্মীদের মৌলিক মানবাধিকারের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সরকারকে অতি দ্রুত জনগণ ও গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের নেতা–কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিহত তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং তাঁর চার মেয়ের আর্থিক নিরাপত্তাসহ সব সুরক্ষার দায়িত্বও রাষ্ট্রকে বহন করতে হবে।

কুমিল্লায় গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনী তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যায়। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা–পুলিশকে বলা হয় তৌহিদুল ইসলামকে নেওয়ার জন্য। যখন পুলিশের কাছে তৌহিদুলকে হস্তান্তর করা হয়, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *