আর্সেনালের পুরোনো সমর্থকদের ম্যাচটি ভুলে যাওয়ার কথা। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত আর্সেনালের সেরা সাফল্য ২০০৬ আসরে রানার্সআপ হওয়া। এর পরের বছরই গানারদের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল পিএসভির কাছে হেরে।
আঠার বছর পর আরেকটি শেষ ষোলোর ম্যাচে সেই পিএসভিকে পেয়ে রীতিমতো ছিন্নভিন্ন করে দিয়েছে মিকেল আরতেতার দল। পিএসভিরই মাঠে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের খেলায় আর্সেনাল ম্যাচ জিতেছে ৭-১ গোলের বড় ব্যবধানে। এই জয়ে শেষ আটের পথে এক পা দিয়ে রেখেছে আর্সেনাল।