বল জালে জড়াতেই উল্লসিত ডেকলান রাইস দৌড় দিলেন দর্শকের দিকে, পেছন পেছন ছুটলেন আর্সেনাল-সতীর্থরাও। কিন্তু ক্ষণিকের জন্য জায়গায় থমকে থাকলেন মার্টিন ওডেগার্ড। চোখ গোলপোস্টে, দুই হাত মাথার ওপর আর চেহারায় অবিশ্বাসের চিহ্ন। এই মাত্র কী ঘটে গেছে ঠিক যেন বুঝে উঠতে পারছেন না আর্সেনাল অধিনায়ক।
আজ এমিরেটস স্টেডিয়ামে রাইস আর আর্সেনাল যা করেছে, তাতে এমন হতভম্ব দশা রিয়াল মাদ্রিদেরই। উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
হারের চেয়ে বিধ্বস্ত বলাই ভালো। তিন গোল হয়েছে ১৭ মিনিটের মধ্যে, গোলকিপার থিবো কোর্তোয়া দেয়াল হয়ে না দাঁড়ালে ব্যবধান হতে পারত আরও বেশি, শেষ দিকে লাল কার্ডও দেখেছেন একজন।
রিয়ালের এমন দুর্দশার ম্যাচে সরাসরি ফ্রিকিকে দুটি গোল করে চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েছেন রাইস।