লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে আইডিএফের লড়াই চলছে। এরই মধ্যে ইসরায়েল তাদের আট সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করেছে; আহত হয়েছেন সাতজন।
আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে চারজন ইগোজ ইউনিটের সদস্য। আজ বুধবার লড়াইয়ে প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হন, তিনিও এই ইউনিটেরই একজন ক্যাপ্টেন। ২২ বছর বয়সী ক্যাপ্টেনের নাম ইতান ইতঝাক ওস্তার। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।
এরই মধ্যে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এইতারাউন শহরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শহরের বাসিন্দা ও ইসলামিক হেলথ অথরিটির প্যারামেডিক। নিখোঁজ আছেন একজন।