লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৈরুতে একটি হাসপাতালের নিচে তৈরি বাংকারে লাখ লাখ ডলার নগদ অর্থ ও সোনাদানা লুকিয়ে রেখেছে বলে দাবি করেছে ইসরায়েল।
গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এমন দাবি করে বলেছে, হিজবুল্লাহর আর্থিক ক্ষেত্রগুলো লক্ষ্য করে তারা হামলা চালিয়ে যাবে। তবে হাসপাতালটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।
লেবাননের আইনপ্রণেতা এবং আল সাহেল নামের ওই হাসপাতালের পরিচালক ফাতি আলামেহর কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিল রয়টার্স। তবে তিনি ইসরায়েলের দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। তিনি লেবাননের সেনাবাহিনীকে হাসপাতালটি পরিদর্শনের জন্য অনুরোধ জানিয়েছেন।