সেনাবাহিনীর আটক করা যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ


মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর মহিপালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার সমাবেশে গুলি চালিয়ে অন্তত ৯ জনকে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন অনেকেই। গুলিবিদ্ধদের একজনের বাবা বাহার মিয়া বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। এই মামলায় দুলাল হোসেন এজাহারভুক্ত আসামি।

একইভাবে গত ১০ অক্টোবর রাতে সোনাগাজী পৌর শহরের ফল ব্যবসায়ী মো. আবদুল্যাহ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দুলালসহ আসামিদের ২৩ আসামির বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

মামলার সূত্র ধরে গত শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার ভূঁইয়া বাজার এলাকা থেকে দুলালকে আটক করে সেনাবাহিনী। পরে তাঁকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়। তবে পুলিশ রাতেই তাঁকে ছেড়ে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *