সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, সিনহা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু এখন পর্যন্ত তাঁর ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা ন্যায়বিচারের অপমান। এই বিলম্ব ভুক্তভোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে। সেই জায়গা থেকে তাঁরা অতি দ্রুত এই রায় কার্যকর চান। তাঁদের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় প্রশাসনিক কার্যক্রম শেষ করে ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, আইন উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছেন।
এক প্রশ্নের জবাবে সংগঠনের সংগঠনের আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান বলেন, ফাঁসির রায় কার্যকরের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক, তা তাঁরা চান। কিন্তু আইনিপ্রক্রিয়ার বিলম্ব, বিড়ম্বনা, তাঁরা দেখতে চান না। বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এক সপ্তাহের মধ্যে সিনহা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানান তিনি।