সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আখন্দ। আজ বুধবার তিনি এ পদে যোগ দিয়েছেন। সামিট পাওয়ারে যোগদানের আগে মনিরুল ইসলাম দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) নির্বাহী পরিচালক ছিলেন।
১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন মনিরুল ইসলাম। সশস্ত্র বাহিনীতে পদাতিক কোম্পানি, ব্যাটালিয়ন ও ব্রিগেড কমান্ড করার পাশাপাশি তিনি ডিরেক্টর ওভারসিজ অপারেশনস, ডিজি ইন্টেলিজেন্স, কলেজ সেক্রেটারিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।