ওলেহ কোলেসনিকভ একজন ইউক্রেনের নাগরিক। তিনি এমন একটি পরিবারের সদস্য, যার সঙ্গে গুপ্তচরবৃত্তি মিশে আছে একেবারে অবিচ্ছেদ্যভাবে।
কোলেসনিকভ বলেন, স্নায়ুযুদ্ধের সময় তাঁর বাবা ছিলেন কিউবায় নিযুক্ত একজন সোভিয়েত গোয়েন্দা এজেন্ট। গোয়েন্দাগিরি করতেন অনুবাদকের ছদ্মবেশে। কোলেসনিকভের চাচাতো ভাইও কাজ করতেন রুশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে।
বাবা ও চাচাতো ভাইয়ের এ ভূমিকা কোলেসনিকভকেও যুদ্ধকালীন গুপ্তচরের একজন মোক্ষম প্রার্থী হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।
কোলেসনিকভ রয়টার্সকে বলছিলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে ওঠা জাপোরিঝঝিয়া তাঁর নিজের শহর। সেখানকার বিভিন্ন সামরিক স্থাপনা ও ইউক্রেনের সেনাদের গতিবিধি সম্পর্কে রুশ বাহিনীকে গোপনে তথ্য সরবরাহ করতে রাজি হন তিনি। ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র কোথায় মোতায়েন করা হচ্ছে, পাঠাতেন সে বিষয়েও তথ্য।