রাজধানীতে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে ফিরতে হলো কর্মকর্তাদের


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে একপর্যায়ে অভিযান স্থগিত করে ফিরে আসতে হয় তাঁদের। আজ বুধবার দুপুরে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানটি পরিচালিত হয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে। এ অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ অংশ নেয়। এ সময় ৩টি কারখানার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং ২ হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *