মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলো তদারক করে দেশটির সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যম থেকে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া শহরগুলোর মধ্যে ইয়েমেনের রাজধানী সানাও আছে।
এর আগে গত সোমবার হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
গত সপ্তাহে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের ওপর হামলা চালিয়েছে হুতিরা। যদিও তাদের ছোড়া সব অস্ত্র ধ্বংস করা হয়েছে।