ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ রাকিব খান রাতে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে র্যাব একজন আসামিকে ডিবিতে হস্তান্তর করেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এ ঘটনায় র্যাব ডিবির কাছে চারজন আসামিকে হস্তান্তর করেছে।
তবে র্যাবের পক্ষ থেকে বলা হয়, তাঁরা গত রোববার এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে। তাহলে র্যাবের হাতে গ্রেপ্তার বাকি আসামিরা এখন কোথায়, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।