মাদারীপুরে তিন খুন: ৩ দিন পরে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে দুই মামলা


মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনার তিন দিন পর দুটি মামলা হয়েছে। দুই মামলাতেই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে আসামি করা হয়েছে।

এ ছাড়া হত্যাকাণ্ডের পর এলাকায় অভিযান চালিয়ে আটক দুজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন বাঁশগাড়ী এলাকার বাসিন্দা শান্ত হাওলাদার ও মোতালেব হোসেন। এজাহারভুক্ত আসামি হিসেবে এই দুজনকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে হত্যাকাণ্ডের তিন দিন পরও বাঁশগাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। বাজারঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।

মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমান বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি পরপর দুবার স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাঁকে আসামি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *