ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ দেয়, গুজব রটায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তাদের কয়েকটি মিডিয়া রয়েছে, তাদের কাজ হলো শুধু গুজব রটানো। তাই আপনাদের (সাংবাদিকেরা) সঠিক সংবাদ দিয়ে গুজবকে হটাতে হবে।’
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর সেক্টর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি। এ অঞ্চলে যত সহিংসতার ঘটনা ঘটছে তার মূলে রয়েছে চাঁদাবাজি। এ চাঁদাবাজি বন্ধ করা না গেলে কোনো দিনই এখানে সমস্যার সমাধান হবে না।