আলিসন চোট পেয়েছেন শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে লিভারপুলের ১–০ গোলের জয়ের ম্যাচে। সে দিন ম্যাচের ৭৯ মিনিটে তাঁকে তুলে নিয়ে ভিতেস্লাভ জারোসকে নামানো হয়। দীর্ঘ সময়ের জন্য চোটে ছিটকে যাওয়ায় লিভারপুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন আলিসন।
এর মধ্যে চেলসির বিপক্ষে নিজেদের মাঠে এবং আর্সেনালের বিপক্ষে এমিরেটসে খেলবে লিভারপুল। এ ছাড়া ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ অ্যানফিল্ডে আর লিগ কাপের ম্যাচ ব্রাইটনের মাঠে। ঘরোয়া প্রতিযোগিতার বাইরে আর্নে স্লটের দল চ্যাম্পিয়নস লিগে খেলবে লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে।
প্রথম পছন্দের গোলকিপার না থাকাটা বড় ধাক্কা বলেই মনে করেন লিভারপুল কোচ আর্নে স্লট, ‘সে আমাদের ১ নম্বর গোলকিপার। বিশ্বের সেরা গোলকিপারও। সুতরাং তার চোটে পড়াটা দলের ও তাঁর জন্য ধাক্কা।’