এত কম সময়ে বিদ্রোহীদের দামেস্ক দখলের কারণ ব্যাখ্যা করেছে সিএনএন। তাদের প্রতিবেদন বলেছে, এইচটিএসের হামলার বিরুদ্ধে আসাদ বাহিনী তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। সিরিয়ার পুলিশ বাহিনী খুব একটা প্রশিক্ষিত নয়, তাই যা হওয়ার, তা–ই হয়েছে। তারা বিদ্রোহীদের সামনে দাঁড়াতেই পারেনি।
বিদ্রোহী যোদ্ধারা যখন হামা শহরের কাছে পৌঁছান, তখন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীকে তাদের প্রতিরক্ষা লাইন ‘অপ্রতিরোধ্য’ করতে বলেছিল। পরে সিরিয়ার সেনাবাহিনী থেকে বলা হয়, ‘বেসামরিক নাগরিকদের প্রাণ রক্ষার্থে’ তারা তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে।
এমন দাবি মেনে নেওয়া বোকামি। বিশেষ করে আসাদ সরকারের পক্ষ থেকে যখন এ ধরনের দাবি করা হয়। সিরিয়ায় ১৩ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, মনোবলের অভাব, দলত্যাগ ও দুর্নীতির কারণে আসাদ বাহিনীর ভেতরটা ‘ফাঁপা’ হয়ে গেছে।