নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবি ও কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল পৌনে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁওয়ে ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স এবং কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় ক্রোনি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা আগস্ট মাসের বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একপযার্য়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে সেনাবাহিনী, শিল্প ও থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।