পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি ঘরে আগুন


খোঁজ নিয়ে আরও জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিক্ষুব্ধ জনতা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িটি পুড়িয়ে দেন। এরপর ওই বাড়ির তিনটি কক্ষ মেরামত (সংস্কার) করে তাঁর মা–বাবা ও বড় ভাইয়ের পরিবারের সদস্যরা সেখানে বসবাস করছেন।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, ‘রাত তখন প্রায় ১টা ২০ মিনিটে আমরা ঘুমিয়ে ছিলাম। আমাদের এক ভাতিজা আগুন আগুন করে পাশের বাড়ি থেকে চিৎকার–চেঁচামেচি করছিল। পরে উঠে দেখি আমাদের বাইরের উঠানে থাকা খড়ের ঘরটিতে আগুন জ্বলছে। কীভাবে আগুন লেগেছে জানি না। এখানে তো আগুন লাগার মতো না, মনে হচ্ছে মানুষে আগুন লাগিয়ে দিয়েছে। তবে ওই সময় পাশের রাস্তা দিয়ে একটা দ্রুতগতির মোটরসাইকেলে অপরিচিত দুজন ব্যক্তি নাকি যেতে যেতে গ্রামের লোকজনকে বলছিল “সাদ্দামের বাড়িতে আগুন লাগছে, তোমরা যাও”।’

আনোয়ারা বেগম জানান, ওই ঘরে ১০ বিঘা জমির ধানের খড় রাখা হয়েছিল। সেই সঙ্গে সেখানে কিছু লাকড়ি ছিল। আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *