পুলিশ, এলাকাবাসী ও সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ঈদে ভিজিএফের মাধ্যমে দরিদ্রদের বিতরণের জন্য দেওয়া সরকারি চাল নিজের গুদামে অবৈধভাবে মজুত করেন বিএনপি নেতা খোকন আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ওই গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের বিষয়টি টের পেয়ে একটি হ্যান্ড ট্রলি দিয়ে কিছু চালের বস্তা গুদাম থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বিএনপি নেতা। এ সময় হ্যান্ড ট্রলিটি উপজেলার বঙ্গানিয়া মোড় থেকে জব্দ করে গুদামের সামনে আনে সেনাবাহিনী। পরে গুদাম ও ট্রলি থেকে মোট ৩০৪ বস্তা চাল জব্দ করা হয়। জব্দ করা চালের মধ্যে খাদ্য অধিদপ্তরের পাটের বস্তা, টিসিবির বস্তা এবং নীল, সাদা ও হলুদ রঙের বিভিন্ন প্লাস্টিকের বস্তা ছিল। এসব চাল কেন্দুয়া উপজেলা প্রশাসনের হেফাজতে দেওয়া হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা খোকন আহমেদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে। সূত্র জানায়, অভিযানের সময় খোকন আহমেদকে গুদামে আসার কথা বলা হলেও তিনি উপস্থিত হননি। একপর্যায়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন।