সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করা হয়েছে। জাতীয় রাজনৈতিক নেতাদের নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। কোনো উসকানি ছাড়াই মিছিলে হামলা হয়েছে। টালবাহানা না করে এর সঠিক তদন্ত করতে হবে। এ সময় নুরুল হকের সর্বোত্তম চিকিৎসা রাষ্ট্রের খরচে নিশ্চিত করার দাবি জানান তিনি।
সরকারের উদ্দেশে মজিবুর রহমান বলেন, ‘আপনারা যদি হাসিনার মতো ডিল করতে চান, তবে পরিণতিও হবে ইয়াহিয়ার মতো।’ এ সময় সেনাবাহিনীসহ সব বাহিনীকে দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।