নিহত তৌহিদুল ইসলাম (৪০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও চার মেয়ে আছে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার তৌহিদুলের বাবা মোখলেছুর রহমানের কুলখানি অনুষ্ঠান ছিল। ওই আয়োজন চলাকালে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তৌহিদুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুরে তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন তৌহিদুলের নিথর দেহ পড়ে আছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ছিল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে তৌহিদুলকে হস্তান্তরের কথা বলা হয়। তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।