দাবির মুখে বরিশাল মেডিকেলের পরিচালকের পদত্যাগ, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত


ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। এ সময় পদত্যাগপত্রেও স্বাক্ষর করেন পরিচালক সাইফুল ইসলাম। পরে কড়া নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, ‘আমি বরিশালের সন্তান, তাই বরিশালের প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ, ভালোবাসা আছে। তবে পরিচালক পদে এখন থেকে আমি আর থাকছি না।’

পদত্যাগপত্রে স্বাক্ষর করার সময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *