গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় খাগড়াছড়িগামী একটি বাস থেকে আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। তাবলিগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তাঁকে গ্রেপ্তার করে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত আজ শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠান।
আজ রিমান্ড শুনানিতে অংশ নেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী জিয়াউল ইসলাম, মাহবুবুর রহমান ও জাহিদুল হক। আইনজীবী প্রদীপ ঘোষ প্রথম আলোকে বলেন, ত্বকীকে অপহরণের পর কোথায় নিয়ে রাখা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে আর কে জড়িত, এসব বিষয়ে জানতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৮ দিনে ত্বকী হত্যা মামলার তদন্তকারী সংস্থা র্যাব-১১ ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদসহ ছয় ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আজমেরী ওসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।