সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারির সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, স্বতন্ত্র ব্রিগেড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
এসব অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ছিনতাইকারী, দুষ্কৃতকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, মাদকাসক্তসহ মোট ৫৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩টি গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিলেটের সাদাপাথরসহ চোরাই মালামাল, মুঠোফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।