ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। গতকাল রোববার রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সমাবেশে নেওয়ার জন্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিন শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীকে জড়ো করা হয়।
পরে রাতেই স্থানীয় লোকজন তাঁদের ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাতটি গাড়ি জব্দ করেছেন। এর মধ্যে তিনটি বাস ও চারটি মাইক্রোবাস।
ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টার সময় ৮৫ জনকে আজ সোমবার সকালে তিনটি থানায় নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ২৮ জন, রামগতি থানায় ৪৬ ও কমলনগর থানায় ১১ জন আছেন।