মিডল ইস্ট আই ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে মন্তব্য চেয়েছে।
পুন্টল্যান্ড সরকারের স্টেট মিনিস্টার আবদিফাতাহ আবদিনুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এর পরিবর্তে তিনি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ব্যঙ্গ করে তৈরি করা মিম পাঠিয়ে দেন।
ইউএইর সঙ্গে সোমালিয়া সরকারের সম্পর্ক দীর্ঘদিনের। বহু বছর ধরে ইউএই দেশটিকে আর্থিক সহায়তা ও সেখানকার আল-শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাদের প্রশিক্ষণ দিয়েছে।
২০০৯ সাল থেকে পুন্টল্যান্ডেও বিশেষভাবে সক্রিয় ইউএই। অঞ্চলটি ভৌগোলিকভাবে আমিরাত ও ইয়েমেনের কাছাকাছি অবস্থিত। পুন্টল্যান্ডে জলদস্যুদের প্রতিহত করতে ইউএই সেখানকার বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে।
সোমালিয়ার দুটি পৃথক সূত্রের দাবি, পুন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাঈদ আবদুল্লাহি দেনি রাডার স্থাপনে সোমালিয়ার ফেডারেল সরকার বা পুন্টল্যান্ড সংসদের কোনো অনুমতি নেননি। পুন্টল্যান্ড একটি কার্যত স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হলেও এটি সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত।
বিষয়টির খুঁটিনাটি সম্পর্কে জানেন, এমন একজন বলেছেন, এটি (রাডার স্থাপন) একটি গোপন চুক্তি। মন্ত্রিসভাসহ পুন্টল্যান্ড সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে জানেন না।