ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে হামাস। তবে তারা ট্রাম্পঘোষিত মার্কিন-সমর্থিত প্রস্তাবটি সরাসরি গ্রহণ করেনি। বরং তারা গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চাওয়ার দাবিতে আগের অবস্থানে অটল রয়েছে।
হামাস কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, তারা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে প্রস্তুত ও আন্তরিক। যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে পারে, এমন যেকোনো উদ্যোগ গ্রহণ করতে হামাস প্রস্তুত।
মিসরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার কায়রোতে মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি।
যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল–হামাসের মতানৈক্য
প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের পুরো সময়টাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। মূলত কোনো চুক্তির অংশ হিসেবে যুদ্ধ শেষ হবে কি না, এই প্রশ্নে মতভেদ থাকায় এমন হয়েছে।
গত জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই মার্চ মাস থেকে ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে।
হামাস জানিয়েছে, নতুন করে যুদ্ধবিরতি হলে তারা গাজায় থাকা ৫০ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। বিনিময়ে তারা গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসান চায়।
এদিকে ইসরায়েল বলেছে, হামাস যদি আত্মসমর্পণ করে অস্ত্র ত্যাগ করে এবং গাজা থেকে নির্বাসনে যায়, তবেই কেবল যুদ্ধ শেষ হবে। এদিকে হামাস এ ধরনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।