আহত পর্যটক মোবারক হোসেন বলেন, অনলাইনভিত্তিক একটি ট্যুর গ্রুপের সহযোগিতায় তাঁরা ঢাকা থেকে খাগড়াছড়িতে বেড়াতে আসছিলেন। আলুটিলা থেকে নামার সময় তাঁদের বাসটি উল্টে যায়।
ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, দীর্ঘ ভ্রমণের কারণে চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বাসটি পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর আধা ঘণ্টার মতো যান চলাচল করতে পারেনি। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।