খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ অব্যাহত


খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ–বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ শুক্রবারও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি করেছেন। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ত্রিপুরা জাতিগোষ্ঠীর সাত সংগঠনের নেতা–কর্মীরা।

আজ বেলা ১১টায় ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে জেলার মানিকছড়িতে বিক্ষোভ মিছিল শুরু করেন ইউপিডিএফ–সমর্থিত ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা-কর্মীরা। মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে বটতলার নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড় থেকে সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। দেশে ধর্ষণের বিচার না হওয়ার কারণে এখন ধর্ষণের মাত্রা বেড়েছে। এ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমা প্রমুখ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *