খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা আজ, বাড়তি নিরাপত্তা


এনসিপি সূত্রে জানা গেছে, আজ খাগড়াছড়ির কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা বলেন, কর্মসূচিতে জেলার নয়টি উপজেলা থেকে লোকজন আসবে। বেলা ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হবে। এরপর মহাজনপাড়া, নারকেল বাগান বাজার হয়ে আদালত সড়ক পর্যন্ত গিয়ে শাপলা চত্বরে এসে পদযাত্রা শেষ হবে। পরে মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সব দল সহায়তা করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *