খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে


খাগড়াছড়িতে ইউপিডিএফ–সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটির ডাকা আধা বেলা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে আজ বুধবার সকাল ছয়টা থেকে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা।

মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার এই অবরোধের ডাক দেয় তিন সংগঠন। পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো বিবৃতিতে কর্মসূচির তথ্য জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *