কারও চাপে যুদ্ধবিরতিতে রাজি না হলে ট্রাম্পকে মিথ্যাবাদী বলুন: মোদিকে রাহুল


রাহুল বলেন, ভারতীয় নেতৃত্বের না ছিল রাজনৈতিক ইচ্ছার জোর, না দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে ফ্রিহ্যান্ড। ভারতের সমরবিশেষজ্ঞরা সে কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল বলেন, সে কারণেই মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করছেন, তিনিই যুদ্ধবিরতিতে দুই দেশকে রাজি করিয়েছেন। তা যদি না হয়ে থাকে, তাহলে এই সভায় দাঁড়িয়ে তিনি (মোদি) বলুন, প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা কথা বলছেন। তিনি অসত্যবাদী। মিথ্যুক।

লোকসভায় আজ মঙ্গলবার এই আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধীও অংশ নেন। তিনি বলেন, ভারতের কূটনৈতিক ব্যর্থতা এটাই যে অপারেশন সিঁদুরের পরপরই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট।

প্রিয়াঙ্কা বলেন, আজ অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু কেন পেহেলগাম ঘটল, কাদের ব্যর্থতায়, কারা দায়ী—সে কথা একেবারেই উঠছে না। এটাই দুর্ভাগ্য। পেহেলগামকাণ্ডের পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। অথচ তিনি ইস্তফা দেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *