সময়টা একদমই ভালো কাটছিল না গ্যাব্রিয়েল জেসুসের। এই মৌসুমে আগের ২০ ম্যাচে ছিল একটিমাত্র গোল, সর্বশেষ ৮ ম্যাচে ছিল না একটিও।
সেই জেসুস এবার পেয়ে গেলেন হ্যাটট্রিক, যা আর্সেনালের হয়ে তাঁর প্রথম। জেসুসের একক নৈপুণ্যেই গত রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩–২ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ নামে পরিচিত) সেমিফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল।
শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা নিউক্যাসল ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে লিভারপুলের জয় ২–১ গোলে, নিউক্যাসল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ৩–১ গোলে। আজ রাতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জয়ী দল শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে।