আখাউড়ায় পাহাড়ি ঢলে ১৯ গ্রাম ও স্থলবন্দর প্লাবিত, পানিবন্দী ৪৫০ পরিবার


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১৯টি গ্রাম প্লাবিত হয়ে ৪৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী পরিবারের জন্য ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে উপজেলার আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১৩টি পরিবারের ৫০ জন গতকাল রোববার আশ্রয় নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার রাত থেকে গতকাল রাত তিনটা পর্যন্ত উপজেলার কালন্দি খাল, জাজি গাঙ ও হাওড়া নদী দিয়ে পানি ঢুকছে। আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত পানি সামান্য কমেছে। তবে ৯টার পর বৃষ্টি শুরু হলে পানি আবার বাড়তে শুরু করে। এতে দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, কেন্দুয়া, বঙ্গেরচর; মোগড়া ইউনিয়নের বাউতলা, উমেদপুর, সেনারবাদী, জয়নগর, কলাপাড়া, রাজেন্দ্রপুর, আওড়ার চর, ছয়গরিয়া; মনিয়ন্দা ইউনিয়নের ইটনা, আইড়ল, টনকি, তুলাইশিমুল, শোনলহগর, নতুনপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের কিছু রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে লোকজনের দুর্ভোগ বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *