আইএসআইয়ের প্রধান কার্যালয়ে শাহবাজ শরিফ, শুনলেন ভারতকে মোকাবিলার প্রস্তুতি


পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে বলেছে, ‘পরিদর্শনের অংশ হিসেবে একটি বিস্তারিত ব্রিফিং করা হয়। এতে বিশেষ করে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক ও উসকানিমূলক মনোভাবের প্রেক্ষাপটে বহিঃশক্তির সামরিক হুমকি মোকাবিলার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।’

বিবৃতিতে বলা হয়, ‘এ সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অবহিত করা হয়। এর মধ্যে প্রথাগত সামরিক পদক্ষেপ, হাইব্রিড যুদ্ধের কৌশল এবং ছায়া সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়গুলোও ছিল।’

এ সময় উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *