সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে গর্তে আটকে যাচ্ছে গাড়ি, দীর্ঘ যানজটে ভোগান্তি


সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক মো. হামিম আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘শাহবাজপুরে সকাল ৯টায় আইছি, অহন পর্যন্ত কুট্টপাড়া এলাকায় ৮ কিলোমিটার আইছি। এই এলাকায় আইলে আমাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।’

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আজ বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে আমরা ইটের ব্যবস্থা করেছি। আজ থেকে এগুলো দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। এতে কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *