রাহুলকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, প্রকৃত ভারতীয় হলে চীনের জমি দখলের প্রসঙ্গ তুলতেন না


গলওয়ান সংঘর্ষের পর পূর্ব লাদাখে চীন ভারতীয় জমি দখল করে নিয়েছে বলে অনেক কথা উঠেছিল। দুই দেশের মধ্যে যে আলোচনা এখনো চলছে, তা সংঘর্ষ–পূর্ববর্তী স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্যই। কিছু কিছু ক্ষেত্রে সমঝোতা হলেও অনেক ক্ষেত্রে স্থিতাবস্থা এখনো ফেরেনি। সংঘর্ষের আগে ভারতীয় জওয়ানেরা যে যে এলাকায় টহল দিতেন, এখন তা পারেন না। যদিও ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতের জমি চীন দখল করে রাখেনি।

রাহুলসহ বিরোধীরা তা মানতে রাজি নন। ভারত জোড়ো যাত্রার সময় রাহুল বলেছিলেন, চীন যে ভারতের জমিতে বসে রয়েছে, তা স্পষ্ট। এটা সহ্য করা উচিত নয়। কয়েকজন সাবেক সেনানীর সঙ্গে কথা বলে তিনি জানিয়েছিলেন, এ সংঘর্ষের সময় ভারতের ২ হাজার বর্গকিলোমিটার জমি চীন দখল করে রেখেছে। লাদাখের এক প্রতিনিধিদলও সেই অভিযোগ করেছিলেন।

সরকার ওই অভিযোগ মানেনি। রাহুলের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগও সরকার করেছে। যদিও সংসদীয় প্রতিনিধিদলকে সরকার গলওয়ানে যাওয়ার অনুমতি আজও দেয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *