চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ‘পারসোনালিটি’, যে সুবিধা পাওয়া যাবে


ওপেনএআইয়ের তথ্য মতে, পারসোনালিটি সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির কাজে ধরন ও আচরণ বদলে নিতে পারবেন। যেমন, ‘সিনিক’ মোডে চ্যাটজিপিটি ঠান্ডা মেজাজে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর জানাবে। এমনকি মাঝেমধ্যে কটাক্ষমিশ্রিত ভঙ্গিতে কথা বলবে। যাঁরা অতিরিক্ত প্রশংসা এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এই মোড উপযুক্ত। এ ছাড়া আরও কয়েকটি ব্যক্তিত্বের মোড ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে। ‘রোবট’ মোডে চ্যাটজিপিটি কথা বলবে সংক্ষিপ্ত, কার্যকর ও নিরপেক্ষ ভঙ্গিতে। ‘লিসেনার’ মোডে হবে মনোযোগী ও সহানুভূতিশীল। আর ‘সেইজ’ মোডে চ্যাটজিপিটির আচরণ হবে উৎসাহী, কৌতূহলি ও জ্ঞানভিত্তিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *