ভিক্টর ইয়োকেরেসকে এককথায় ‘গোল মেশিন’ বলাই যায়। স্পোর্তিং লিসবনের হয়ে ১০২ ম্যাচে সুইডিশ এই স্ট্রাইকারের গোলসংখ্যা ৯৭, সঙ্গে আবার ২৬টি অ্যাসিস্ট। শুধু গত মৌসুমেই করেছেন ৫২ ম্যাচে ৫৪ গোল। ম্যাচপ্রতি গোলসংখ্যা ১–এর বেশি।
অবিশ্বাস্য এই স্কোরিং দক্ষতাসম্পন্ন একজন ফুটবলারকে যেকোনো দল নিতে চাইবে। গত মৌসুমের শেষ দিকেই ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে শোনা যায় ইয়োকেরেসের নাম। তবে সবাইকে ফাঁকি দিয়ে ইয়োকেরেস এখন নাকি যোগ দিতে যাচ্ছেন আর্সেনালে।