গাজায় প্রায় ২১ মাসের অসহনীয় গণহত্যা আমাদের দেখিয়ে দিয়েছে এক কঠিন সত্য—ইসরায়েল হচ্ছে আসলে একটি ‘সামন্ত রাষ্ট্র’ (যে রাষ্ট্র অন্য কোনো প্রভাবশালী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত)। এমন রাষ্ট্র নিজে যুদ্ধ করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, এমনকি নিজ অর্থনীতি চালাতেও পারে না। ইসরায়েলও ঠিক তেমনই—মার্কিন ও পশ্চিমা সহায়তা ছাড়া সে কোনো কিছু করতে পারে না, কোনো কিছু চালাতে পারে না।
গাজায় নৃশংস হামলা শুরুর আগে কিছু ইসরায়েলি নেতা মাঝেমধ্যে বলতেন, ‘ইসরায়েল স্বাধীন দেশ। এই দেশ মার্কিন পতাকার আরেকটি তারকা নয়।’
এখন এসব কণ্ঠ বা এমন কথাবার্তা একরকম থেমে গেছে। বরং এই রাষ্ট্রকে এসব কথা বলার পরিবর্তে এখন কেবল মার্কিন সহায়তার জন্য অনুনয়-বিনয় করতে শোনা যাচ্ছে।
ফিলিস্তিনিরা বরাবরের মতো সাহসের সঙ্গে দখলদার সেনাবাহিনী ও বর্ণবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করছে।
এই অবস্থায় যারা আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও শান্তিতে বিশ্বাস রাখে, তাদের দায়িত্ব হলো সেসব সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানানো, যারা আজও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাকে টিকিয়ে রাখছে।
ইউরোপের দেশ স্পেনসহ কিছু দেশের সরকার যা করছে, তা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল।