দ্বিতীয় ক্যাম্পাসের জন্য অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমি পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়


উল্লেখ্য, ২০১৭ সালে একনেকের এক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস গঠনের অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালের ২৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৮৮ দশমিক ৬০ একর জমি বুঝিয়ে দিয়েছিল। অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমি না পাওয়া পর্যন্ত দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সম্পূর্ণ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আজকের জমি হস্তান্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার ২০০ একর জমি সম্পূর্ণ দখল লাভ করল।

জমি সম্পূর্ণ বুঝে পাওয়ার খবর পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে। প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ জমি পেল। আমরা আশা করি, সেনাবাহিনীর সহযোগিতায় প্রথম ধাপের কাজ দ্রুত শেষ হয়ে মেগা প্রকল্পও শুরু হবে।’

হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিফাত বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাস আমাদের প্রাণের দাবি। দ্রুত বাস্তবায়ন হোক, যাতে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে আমরা মুক্তি পাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *