ময়মনসিংহের ভালুকা উপজেলায় চায়ের দোকানে বসে থাকা এক ব্যক্তিকে হঠাৎ পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর লবণকোঠা গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছেন।
নিহত রফিকুল ইসলাম ওরফে রতন (৪০) লবণকোঠা গ্রামের প্রয়াত মিয়াজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম চুন্নু মিয়া (৪২)। তিনি জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়ার প্রয়াত তোতা মিয়ার ছেলে।