প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মিশনের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে ত্রাণ, উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তাকারী দলকে মিয়ানমারে পাঠানো হয়। ৩ ধাপে মিয়ানমারে ১৫১ দশমিক ৫ টন ত্রাণসহায়তা পাঠানো হয়। গতকাল বিকেলে সহায়তাকারী দলটি দেশে পৌঁছায়।
উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাকারী দলটির প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ঢাকায় মিয়ানমারের মিলিটারি, নেভাল অ্যান্ড এয়ার অ্যাটাশে, বাংলাদেশের সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।