ওই সূত্র জানায়, তাড়া খেয়ে বেরিয়ে এসে ওই ব্যক্তিরা সংগঠিত হয়ে হকিস্টিক, ক্রিকেট ব্যাট নিয়ে ইফতার অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় জাপার চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হকসহ কেন্দ্রীয় অনেক নেতা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। হামলার এক পর্যায়ে উপস্থিত নেতা-কর্মীদের অনেকে রেস্তোরাঁ থেকে বের হয়ে যান। অনেকে হামলায় আহত হন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছিলেন না। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তাঁরা হামলাকারীদের পিটিয়ে সরিয়ে দেন।
জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, ‘যেসব লোক হামলা করেছে, তাদের বস্তির ভাড়া করা লোক মনে হয়েছে। তাদের একটাই কথা, প্রোগ্রাম (ইফতার) বন্ধ করতে হবে। আমরা বারবার বলেছি, তোমরা কারা, তোমাদের কী পরিচয়? তারা কিছুই বলে না।’