সাম্ভাজির স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তিনি চরিত্রের সঙ্গে মানানসই অভিনয় করলেও দাগ কাটতে পারেননি। কিছু কিছু ক্ষেত্রে তাঁর আরও ভালো করার সুযোগ ছিল। অভিনয় মনঃপূত না হলেও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’-এর পর আরও একটি সুপারহিট সিনেমার অংশ হলেন তিনি; সেটাই বা কম কী! তবে মোগল বাদশাহ আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ ছিল।
‘ছাবা’ সিনেমায় রয়েছে কিছু মনে রাখার মতো দৃশ্য। সাম্ভাজির সঙ্গে সিংহের যুদ্ধ, শেষ দিকে মোগল সেনাদের সঙ্গে তাঁর একক যুদ্ধ, কবি কৈলাশের সঙ্গে কবিতার মাধ্যমে সংলাপের আদানপ্রদান, কিংবা সাম্ভাজির হার না মানা দৃঢ়তা; এসব দৃশ্য যে কাউকে নাড়িয়ে দেবে।