কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে অচল বিএসইসি | প্রথম আলো


অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে বর্তমান কমিশনের পদত্যাগ, মিথ্যা তথ্য দিয়ে কমিশনের পক্ষ থেকে সেনাবাহিনী ডেকে এনে কর্মকর্তা–কর্মচারীদের লাঠিচার্জ করার ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা, কমিশনের চেয়ারম্যান ও কমিশনার হিসেবে অভিজ্ঞ ও যোগ্য লোক নিয়োগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ, কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত একটি স্বাধীন ও স্বতন্ত্র সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান এবং তা দ্রুত বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির আহ্বায়ক ও বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, মাহবুবুল আলম, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ শফিউল আজম, রিপণ কুমার দেবনাথ, মোশাররফ হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *