রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিয়েছে। এ সময় জিপটিতে থাকা তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকালে দীঘিনালা-বাঘাইহাট-সাজেক সড়কের হাজাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিপটি সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে যাচ্ছিল।
আহত ব্যক্তিদের মধ্যে দুজন পর্যটক। অন্যজন জিপের চালক। আহত পর্যটকেরা হলেন—মো. আব্রাহাম শাহরিয়ার (২২) ও মো. মুছা ( ২৫)। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয় বাসিন্দারা।