ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী


ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন ইসরায়েলি সেনারা। জেনিন শরণার্থীশিবিরের কয়েকটি বাড়িতে এবং আল-আসির মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়  জানিয়েছে, যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপ থেকে আগের ২৪ ঘণ্টায় আরও ১২০টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর ১৫ মাসের হামলায় নিহত বেড়ে ৪৭ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ১৫ মাসের যুদ্ধে গাজায় যে পরিমাণ স্থলমাইন ও অবিস্ফোরিত বোমা পড়ে আছে, সেগুলো সরাতে ১০ বছর সময় লেগে যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *