অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক আটকে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার চৌমুহনী এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন দেবে গেছে। এতে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বোয়ালখালী ছড়ার ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক পার হতে গেলে সেতুর পাটাতন দেবে যায়। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।