ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে ফেলা এবং উত্তর গাজায় ৮০ দিনেরও বেশি সময় ধরে চলা অবরোধ এই অঞ্চলে থাকা ৭৫ হাজার অবশিষ্ট ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা বড় ধরনের অভিযান শুরুর পর ওই হাসপাতালটি ‘সন্ত্রাসী’ সংগঠনের ঘাঁটিতে পরিণত হয়েছিল। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হাসপাতালটির ১৫ জন মুমূর্ষু রোগী, ৫০ জন সেবাদানকারী ও ২০ জন স্বাস্থ্যকর্মীকে গত শুক্রবার ইন্দোনেশিয়া হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ওই হাসপাতালটি আগে থেকেই ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ও অকার্যকর অবস্থায় রয়েছে।